Last Updated: June 9, 2014 11:02

কয়েক ঘণ্টা ধরে মাটি খুঁড়ে উদ্ধার হল হাড়গোড়, মাথার খুলি। একটি ব্যাগের মধ্যে মিলল মৃতদেহের অংশ। তাই ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁশদ্রোণীর রেনিয়ার অরবিন্দনগর এলাকায়।
লাইভ দেখুন
Click hereএই দেহ মদন রায়ের কিনা পরীক্ষা করার জন্য ল্যাবে নিয়ে যাওয়া হবে। গতকাল, জ্ঞানসাগর শর্মা নামে এক দুষ্কৃতীর বাড়িতে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলে।
জ্ঞানসাগর পালালেও, তার দুই শাগরেদ বাবলু যাদব ও পণ্ডিতজিকে জেরা করে মেলে চাঞ্চল্যকর তথ্য। ধৃতেরা জানায়, দুবছর আগে ওই বাড়ির পিছনেই নিজের প্রেমিকার স্বামীকে খুন করে পুঁতে রেখেছে জ্ঞান সাগর। আজ মদন রায় নামে ওই ব্যক্তির দেহ উদ্ধারে নামছে পুলিস। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় RAF মোতায়েন করা হয়েছে।
First Published: Monday, June 9, 2014, 15:26