অভিনব কায়দায় ওবামাকে হত্যার ছক, বানচাল এফবিআইয়ের

অভিনব কায়দায় ওবামাকে হত্যার ছক, বানচাল এফবিআইয়ের

অভিনব কায়দায় ওবামাকে হত্যার ছক, বানচাল এফবিআইয়েরমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে খুনের ছক বানচাল করল এফবিআই। একটি শক্তিশালী এক্স-রে অস্ত্র দিয়ে হত্যার চক্রান্ত করা হয়েছিল ওবামাকে। একটি মার্কিনী সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে রিমোট দ্বারা চালিত এই যন্ত্র থেকে প্রভূত পরিমাণে প্রাণঘাতী এক্স রে রশ্মি নির্গত হয়।

সূত্রে খবর অনুযায়ী গ্লেন্ডন স্কট ক্রফোর্ড এবং এরিক ফেইট নামক দুই ব্যক্তি ওবামাকে হত্যা করতে এই অস্ত্র তৈরি করেছিল। এফবিআই ক্রফোর্ডকে কু ক্লাক্স ক্ল্যানের সদস্য বলে সনাক্ত করেছে। তার তৈরি যন্ত্রের নাম ``হিরোশিমা ওন এ লাইট সুইচ।`` গ্লেন্ডনরা ওবামাকে ইরাকের শত্রু বলে আখ্যা দিয়ে ঘুমের মধ্যে তাঁকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

First Published: Thursday, June 20, 2013, 15:45


comments powered by Disqus