Last Updated: April 23, 2014 22:38

অসুস্থ মতুয়া সম্প্রদায়ের বড় মা. বুধবার দুপুরে তাঁকে ভর্তি করা হয়েছে বেলভিউ নার্সিংহোমে. আই সি ইউ তে রয়েছেন তিনি. জ্বর নিয়ে ভর্তি করা হয় তাঁকে.
চিকিৎসকরা জানিয়েছে শ্বাস্কষ্ট রয়েছে তাঁর. রক্তে ফ্লুইডির মাত্রা কমে গিয়েছে. হাসপাতাল সূত্রে খূবর বড়মার অবস্থা সঙ্কটজনক.
First Published: Wednesday, April 23, 2014, 22:38