বরানগরে ফ্ল্যাটে খুন কুখ্যাত দুষ্কৃতী

বরানগরে ফ্ল্যাটে খুন কুখ্যাত দুষ্কৃতী

বরানগরে ফ্ল্যাটে খুন কুখ্যাত দুষ্কৃতীদুষ্কৃতীদের রেষারেষির জেরে খুন হল সোদপুরের কুখ্যাত দুষ্কৃতী অপু দে। শনিবার বিকেলে বরানগর থানার নৈনানপাড়া লেনের একটি ফ্ল্যাটে ঢুকে তাকে গুলি করে একদল দু্ষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অপু দের। ফ্ল্যাটের মালিককে গ্রেফতার করেছে পুলিস।

সোদপুর, ঘোলা, পানিহাটির ত্রাস কুখ্যাত দুষ্কৃতী অপু দে-কে গুলি করে খুন করল একদল দুষ্কৃতী। শনিবার বিকেলে বরানগর থানার নৈনানপাড়া এলাকার একটি ফ্ল্যাটে ঢুকে অপু দেকে বুকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী। গুলির শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এই কুখ্যাত দুষ্কৃতীর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের অতিরিক্ত ডেপুটি কমিশনারেট বিশ্বজিত ঘোষ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ফ্ল্যাটের মালিক রবিরঞ্জন শাসমলকে।

খুন, রাহাজানি-সহ একাধিক নানা অপকর্মের সঙ্গে যুক্ত ছিল অপু দে। দুষ্কৃতীদের রেষারেষির জেরেই এই খুন বলে পুলিস সূত্রে খবর। কিছুদিন আগেই সোদপুরের এইচবি টাউন এলাকায় খুন হয়েছিল হরি নামে এক দুষ্কৃতী। সেই খুনের পাল্টা এই খুন বলে সন্দেহ পুলিসের। এই খুনের পিছনে অন্য এক দুষ্কৃতী উত্তমের হাত রয়েছে বলেও সন্দেহ করছে পুলিস। উত্তম এখন জেলে বন্দি।

First Published: Saturday, April 7, 2012, 20:18


comments powered by Disqus