Last Updated: March 31, 2013 09:39

মামলা তুলে নেওয়ার জন্য একটি পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এঘটনা ঘটেছে বারাসতের হৃদয়পুর এলাকায়। দোলের দিন রঙ দেওয়ার প্রতিবাদ করেন এক যুবক। প্রতিবাদ করায় তাঁকে এবং তাঁর মাকে মারধর করে দুই দুষ্কৃতী। অভিযোগের ভিত্তিতে পরে শম্ভু বারিক এবং বিশু বারিক নামে দু`জনকে গ্রেফতার করে পুলিস। আক্রান্ত যুবকের মা এখনও হাসপাতালে ভর্তি। পরিবারের অভিযোগ, শনিবার ওই বাড়িতে যান পাশের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিক। ধৃতদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য পরিবারের সদস্যদের হুমকি দেন তিনি। গালিগালাজও করা হয়।
যদিও অভিযুক্ত কাউন্সিলরের দাবি, হুমকি দিতে নয়, বিষয়টির নিষ্পত্তি করার জন্যই তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। এরপরই ফের বারাসত থানায় ওই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে।
First Published: Sunday, March 31, 2013, 09:39