Last Updated: October 31, 2013 23:48

আর একদিন। তারপরেই কালীপুজো। হাতে মাত্র একদিন। আলোর রোশনাইয়ে সাজছে শহর। তবে কালীপুজোয় জমজমাট লড়াই আমহার্স্ট স্ট্রিটে। একইসঙ্গে বারাসতকে টেক্কা দিতে তৈরি আমহার্স্ট স্ট্রিটের তিন মেগা পুজো।
কালী পুজেো মানেই বারাসত। একসময় এটাই ছিল দস্তুর। কিন্তু চুপচাপ হজম করেনি কলকাতা। সত্তরের দশকের মাঝামাঝি থেকেই আমহার্স্ট স্ট্রিটের কালিপুজো হয়ে ওঠে রাজ্যজুড়ে্ চর্চার বিষয়। এখন কিন্তু টক্কর সমানে সমানে। বারাসত বনাম আমহার্স্ট স্ট্রিট। আমহার্স্ট স্ট্রিটে অবশ্য সাবেকিয়ানার সঙ্গে চলতি ফ্যাশনের মিশেল। তারই মধ্যে আবার নিঃশব্দ প্রতিযোগিতা। প্রতিযাগিতা সাংসদ সোমেন মিত্রের পুজো বনাম মন্ত্রী তাপস রায়ের পুজোর। বারাসতকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিতে মণ্ডপ-প্রতিমা-আলোকসজ্জায় জমজমাট লড়াই।
কলকাতার কালীপুজোয় সেরার লড়াইযে সামিল গিরীশ পার্কের ফাইভস্টার ক্লাবও। মন্ত্রী সুব্রত বক্সীর পুজো হিসেবেই বিখ্যাত। তবে এই পুজোয় ভরসা থিম। হায়দরাবাদের বিখ্যাত এক প্রাসাদের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ।
First Published: Thursday, October 31, 2013, 23:48