barasat

রাজীব দাসের বিচারের দাবিতে রাস্তায় নামল বারাসত

রাজীব দাসের মৃত্যুর ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে শনিবার বারাসতে মিছিল করলেন তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। দিদির সম্মান বাঁচাতে গিয়ে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি মৃত্যু হয় রাজীব দাসের।

তাঁর স্মৃতির উদ্দ্যেশেই শনিবার একটি শোকসভারও আয়োজন করা হয় বারাসতের বাণিকণ্ঠ নগরে। শোকসভার পর একটি মোমবাতি মছিলও করেন স্থানীয় বাসিন্দারা।

First Published: Sunday, February 16, 2014, 14:12


comments powered by Disqus