বার্সেলোনার ড্র

বার্সেলোনার ড্র

Tag:  messi barca draw
বার্সেলোনার ড্রকিংস কাপের সেমিফাইনালে ভ্যালেনসিয়ার কাছে আটকে গেল বার্সেলোনা। দুদলের মধ্যে প্রথম লেগের খেলা এক-এক গোলে অমীমাংসিত ভাবে শেষ হল। মেসটালা স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে জোনাসের গোলে এগিয়ে যায় ভ্যালেনসিয়া। তারপর প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে বার্সেলোনাকে সমতায় ফেরান অধিনায়ক কার্লেস পুয়োল। দ্বিতীয়ার্ধে মিগুয়েল ফাউল করায় পেনাল্টি পায় বার্সা। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। তারপর দুদল একাধিক গোলের সুযোগ নষ্ট করায় খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। আগামি সপ্তাহে নুক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা।

First Published: Thursday, February 2, 2012, 21:07


comments powered by Disqus