Last Updated: January 9, 2012 21:09

গোটা ম্যাচজুড়ে ছিল টান টান উত্তেজনা। কিন্তু শেষরক্ষা হল না। সোমবার এসপ্যানিয়লের বিরুদ্ধে ড্র করে লা লিগায় আটকে গেল বার্সেলোনা। খেলা শুরুর ১৬ মিনিটের মাথায় ফ্যাব্রিগাসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে অ্যালভারোর গোলে খেলায় সমতা ফেরায় এসপ্যানিয়ল। এদিনের ম্যাচে ড্র করে লিগ তালিকায় রিয়াল মাদ্রিদের থেকে ৫ পয়েন্টে পিছিয়ে পড়ল ফ্যাব্রিগাসরা।
First Published: Monday, January 9, 2012, 21:12