Bardhawan CPIM

বর্ধমানের থানার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ সিপিআইএম বিধায়কের

বর্ধমানের তিন থানার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন পাণ্ডবেশ্বরের সিপিআইএম বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন গৌরাঙ্গ চাটার্জি। তাঁর অভিযোগ ছিল, ২০১১ সালের পর থেকে অন্ডাল, পাণ্ডবেশ্বর ও লাউদোহা-ফরিদপুর থানা এলাকা নানাভাবে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা।

বাম কর্মীদের মারধর, সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর, পঞ্চায়েত ভোটে গণনার সময় সন্ত্রাস সৃষ্টি, এলাকায় লোহা ও কয়লার চোরাকারবারে মদত দেওয়াসহ একাধিক অভিযোগ তিনি দায়ের করেন কমিশনে। পাণ্ডবেশ্বরের বিধায়কের অভিযোগ, আজ সকালে তাঁকে ফোন করা হয় তিনটি থানা থেকে। এবং আজই বিভিন্ন সময়ে অভিযোগের সমর্থনে নথিপত্র সহ তিনটি থানায় হাজির হতে বলা হয়।

পুলিসের নির্দেশ মতো তিনটি থানাতেই যান গৌরাঙ্গবাবু। তবে তাঁর অভিযোগ, নিজেরা তদন্ত না করে একই দিনে তিনটি থানায় ডেকে পাঠিয়ে তাঁকে হেনস্থা করছে পুলিস।

First Published: Sunday, April 13, 2014, 21:29


comments powered by Disqus