Last Updated: November 13, 2013 19:45

ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। মৃত ছাত্রের নাম সোমনাথ গুছাইত। হাওড়ার জগাছার বাসিন্দা ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জেনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেই থাকতেন তিনি। মঙ্গলবার রাতে তাঁকে সংজ্ঞাহীন অবস্থান পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায় সহপাঠীরা।
সেখানেই চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে এই ছাত্রের মৃত্যু হল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সন্ধেতেও বাড়িতে ফোন করে ছিলেন সোমনাথ। তাঁর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যুর খবর আসে। গোটা ঘটনায় হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা।
তবে এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে হোস্টেল কর্তৃপক্ষ। শোকের ছায়া নেমে এসেছে মৃত ছাত্রের পরিবারে।
First Published: Wednesday, November 13, 2013, 19:45