Last Updated: December 14, 2013 23:30
বাড়ির অমতে বিয়ে করায় প্রাণ গেল প্রেমিক- প্রেমিকার। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ভাতার থানার এরুয়া গ্রামে। ওই গ্রামের দুই যুবক যুবতী বাড়ির অমতে বিয়ে করে। বিয়ে মেনে নেয়নি দুই বাড়ির কেউই।
অভিযোগ, এর পরেই প্রেমিকার বাড়ির লোকজন প্রেমিককে বেধড়ক পিটিয়ে একটি মালগাড়িতে তুলে দেয়। হাওড়া জিআর পি অচৈতন্য অবস্থায় আহত যুবককে মালগাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গতকাল ভোরে হাসপাতালে মৃত্যু হয় প্রেমিকের। এই খবর যায় বর্ধমানের এরুয়া গ্রামে। পরে দুপুরে বাড়ির মধ্যেই প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আজ দু-পক্ষই একে অপরের বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
First Published: Saturday, December 14, 2013, 23:30