Last Updated: September 28, 2012 21:27

জীবনের সেরা চরিত্রে অভিনয়। উচ্চ প্রশংসা। অস্কার নমিনেশন। ৩০ বছরের জীবনে এর থেকে আর কীই বা বেশি পাওয়ার আছে? এটাই হয়তো রণবীরের জীবনের সেরা জন্মদিন। আর তাই জন্মদিনে তাঁর থেকে মুখ ফিরিয়ে রাখতে পারলেন না তাঁর `এক্স`রাও।
বৃহস্পতিবার রাতে রণবীরের মিডনাইট বার্থডে ব্যাশে অনেকের মাঝে উপস্থিত ছিলেন তাঁর দুই প্রাক্তন প্রেমিকাও। দীপিকা অবশ্য গতবারও এসেছিলেন রণবীরকে শুভেচ্ছা জানাতে। তবে এবারে না করতে পারেননি ক্যাটরিনাও। দীপিকা, ক্যাটরিনা ছাড়াও অনুষ্কা শর্মা, অর্জুন কপুর, অনুরাগ কাশ্যপ, কল্কি কোয়েচলিন, ইমতিয়াজ আলি, করণ জোহর, অনুরাগ বসু, আদিত্য রয় কপুর, সিদ্ধার্থ রয় কপুররাও এসেছিলেন বরফিকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে।
তবে গতবছর রণবীরের স্পটলাইটে থাকা নার্গিস ফকরিকে অবশ্য এবছর বার্থডে পার্টির ত্রিসীমানায় দেখা যায়নি।
First Published: Friday, September 28, 2012, 21:27