Last Updated: March 27, 2013 08:51

বসন্ত উত্সব উপলক্ষে সকাল থেকেই জনারণ্যে পরিণত হয়েছে শান্তিনিকেতন। ভোরে বৈতালিকের পর, বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয় থেকে মেলামাঠ পর্যন্ত শোভাযাত্রা করা হয়। ছাত্রছাত্রীরা নাচ, গানের মধ্যে দিয়ে বসন্ত বন্দনা করেন। সকাল সাতটা থেকে মেলামাঠে শুরু হয় বিশ্বভারতীর মূল অনুষ্ঠান। অষ্টআশি বছরের প্রথা ভেঙে এবারই প্রথম মেলামাঠে বসন্ত উত্সবের অনুষ্ঠান হচ্ছে। নিরাপত্তার কারণে এই অনুষ্ঠান মেলামাঠে করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
উনিশশো পঁচিশ সালে শান্তিনিকেতনে বসন্ত উত্সব শুরু হয়। প্রথম থেকেই উত্সব হত আম্রকুঞ্জ এবং গৌড় প্রাঙ্গনে।
First Published: Wednesday, March 27, 2013, 08:51