Last Updated: January 15, 2014 10:50

----------------------------------------
বসিরহাটে মূক ও বধির তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। বসিরহাটের পিফা গ্রামপঞ্চায়েত এলাকায় এক মূক ও বধির তরুণীকে ধর্ষণ করে এলাকারই এক যুবক। কোনওক্রমে বসিরহাট থানায় এসে অভিযোগ দায়ের করেন ওই প্রতিবন্ধী তরুণী। আজ ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষা করানো হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক মজিদ সর্দার নিখোঁজ ছিল। আজ ভোরে অভিযুক্ত মজিদ সর্দারকে গ্রেফতার করে পুলিস।
সোমবার ওই অভিযুক্ত লজেন্স দেওয়ার নাম করে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে ওই কিশোরীকে। কিশোরীর চিত্কারে ছুটে আসে প্রতিবেশীরা। অভিযুক্ত শাহিদ খাঁ পলাতক। ওই কিশোরীকে চিকিত্সার জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
First Published: Wednesday, January 15, 2014, 10:52