Last Updated: April 26, 2012 22:08

গত কয়েক দশক ধরে এদেশে বসবাস করলেও, এখনও ভারতের নাগরিত্ব পাননি অসংখ্য বাংলাদেশি উদ্বাস্তু। এই উদ্বাস্তুদের অবিলম্বে নাগরিকত্বের স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন সিপিআইএম নেতা বাসুদেব আচারিয়া ও শ্যামল চক্রবর্তী। দিল্লিতে এবিষয়ে একটি কনভেনশনে বক্তব্য রাখেন এই দুই নেতা।
বিষয়টি তিনি সংসদেও তুলেছেন বলে জানিয়েছেন বাসুদেব আচারিয়া। তাঁর মতে নাগরিকত্ব আইন সংশোধন করে অবিলম্বে ব্যবস্থা নিক সরকার। শ্যামল চক্রবর্তী বলেন, নাগরিকত্ব না পাওয়ার ফলে বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই উদ্বাস্তুরা।
First Published: Thursday, April 26, 2012, 22:12