Last Updated: April 20, 2013 21:47

আরও একটা শনিবার। আইপিএল সিক্সে আবার ব্যর্থ ব্যাটসম্যানরা। কলকাতা থেকে বেঙ্গালুরু। আইপিএল রানের খরা ব্যাটসম্যানদের। এমনিতে আইপিএলের কাছে সবচেয়ে বড় দিন হল শনিবার। যুক্তি হল পরের দিনটা রবিবার হওয়ায় টিভিতে বা মাঠে দর্শকরা যায় অনেক হাল্কা মনে।
ফলে টিআরপি থেকে মাঠের টিকিট সবই ভাল হয়। মাঠে দর্শকদের আনন্দের মূল কারণ ব্যাটসম্যানরাই সেখানে ব্যর্থ কালিস, মরগ্যান, ধোনি, ওয়াটসনরা।
কলকাতায় দুই ইনিংস মিলিয়ে উঠল মাত্র ২৪৩ রান। কলকাতা করল মাত্র ১১৯ রান। আর চেন্নাই এতবড় ব্যাটিং লাইন আপ নিয়ে কোনরকমে জয়ের রান তুলল। আশা ছিল দিনের দ্বিতীয় ম্যাচে ওয়াটসন, দ্রাবিড়, রাহানেরা হয়তো সেই ব্যর্থতা ঢেকে দেবেন। কিন্তু কোথায় কী! রাজস্থান অলআউট হল ১১৭ রানে। সব মিলিয়ে শনিবার আইপিএলে ডাহা ফেল ব্যাটসম্যানরা। বিনোদনের বাজারও তাই কেমন স্যাঁতস্যাঁতে।
First Published: Saturday, April 20, 2013, 21:47