Last Updated: November 23, 2011 21:43

চ্যাম্পিয়ন্স লিগের নক আউট রাউন্ডে পৌঁছে গেল জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখ। গ্রুপ এ-র ম্যাচে স্পেনের ক্লাব ভিলারিয়ালকে তিন-এক গোলে হারালেন ফ্র্যাঙ্ক রিবেরিরা। খেলার তিন মিনিটেই ভিলারিয়াল ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে বায়ার্নকে এগিয়ে দেন ফ্র্যাঙ্ক রিবেরি। জার্মানির ক্লাবটির হয়ে ব্যবধান বাড়ান মারিও গোমেস।চ্যাম্পিয়ন্স লিগের শেষ এগারোটা ম্যাচে গোমেজের এটি চোদ্দতম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ভিলারিয়ালের হয়ে গোল করে ম্যাচ জমিয়ে দেন জোনাথান গাজম্যান। যদিও ম্যাচে ফ্র্যাঙ্ক রিবেরির দ্বিতীয় গোল বায়ার্নের জয় নিশ্চিত করে দেয়।
First Published: Wednesday, November 23, 2011, 21:43