Last Updated: February 16, 2013 13:42

বিসি রায় শিশু হাসপাতালে খাবারের মান নিয়ে অভিযোগের জেরে আজ সুপারকে ঘিরে বিক্ষোভ দেখালেন রোগীর বাড়ির লোকজন।
দীর্ঘদিন ধরেই এই হাসপাতালে শিশু ও তার মায়েদের নিম্নমানের এবং প্রয়োজনের থেকে কম পরিমাণের খাবার সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ। ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা কত কয়েকদিন ধরে এ ব্যাপারে সুপারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তবে পুলিসের বাধায় তাঁরা সুপারের ধারেকাছে ঘেষতেও পারেননি।
আজ সকালে ফের শিশু ও তাদের মায়েদের পচা ডিম, পোকা ধরা কলা এবং বাসি পাউরুটি দেওয়ার পর তাঁদের ধৈর্ষের বাঁধ ভেঙে যায়। হাসপাতাল সুপার দিলীপ পাল প্রথমে বিষয়টির সত্যতা স্বীকার করতে না চাইলেও পরে কবুল করেন রোগীদের খাবারের জন্য বরাদ্দ সামান্য টাকায় এরথেকে ভালো এবং বেশি পরিমাণ খাবার দেওয়া সম্ভব নয়।
First Published: Saturday, February 16, 2013, 13:42