Last Updated: September 6, 2013 21:49

ফের বি সি রায় শিশু হাসপাতালে মৃত্যু মিছিল। গত ৩ দিনে ২৬টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটল। কলকাতা, রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওই অসুস্থ শিশুদের।
ঘটনায় ৩ সদস্যের তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। যদিও শিশু মৃত্যুর কারণ হিসাবে অতিরিক্ত শিশু ভর্তি হওয়াকেই দেখিয়েছেন রাজ্য শিশু মৃত্যু টাস্ক ফোর্সের প্রধান ত্রিদিব ব্যানার্জি। ২৪ ঘণ্টাকে তিনি টেলিফোনে জানান, "গোটা রাজ্য থেকে রেফার হওয়া সমস্ত অসুস্থ শিশুরাই বি সি রায় হাসপাতালে ভর্তি হয়। বেসরকারি নার্সিংহোমগুলোতে খরচা চালাতে না পারায় তারা সরকারি হাসপাতালে আসে। সেই কারণে গত ৩-৪ দিনে একটু বেশি শিশু মৃত্যু হয়েছে।`` বি সি রায় হাসপাতালে ভর্তির তুলনায় শিশু মৃত্যুর হার কম বলেই দাবি করেছেন ত্রিদিব বাবু।
First Published: Friday, September 6, 2013, 21:49