Last Updated: December 16, 2011 18:49

ফিফার পথে হাটতে চলেছে বিসিসিআই। ক্রিকেট জগতে দুর্নীতিকে উপড়ে ফেলতে ইন্টারপোলের সাহায্য নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রস্তাবটি প্রথমে ইন্টারপোলের পক্ষ থেকে দেওয়া হয়। বৃহস্পতিবার বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লার সঙ্গে দেখা করে ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল এই বিষয় প্রস্তাব দেন। বিসিসিআইও সেই প্রস্তাবে রাজি হয়েছে বলে বোর্ড সুত্রের খবর। বোর্ডের একাংশের মতে এই সংস্থা ঠিক করে কাজ করলে ভারতীয় ক্রিকেটা স্বচ্ছতা বাড়বে। এর আগে এই বছরই মে মাসে ফিফা, ফুটবলে দুর্নীতি থামাতে ইন্টারপোলের সঙ্গে দশ বছরের চুক্তি করেছে।
First Published: Friday, December 16, 2011, 18:52