Last Updated: October 8, 2012 15:52

তিন ধরনের ক্রিকেটে তিনজন আলাদা আলাদা অধিনায়ক রাখার কথা ভাবছে বিসিসিআই। বিসিসিআইয়ের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে এবার হয়তো ভারতীয় ক্রিকেট ধোনির একচ্ছত্র রাজে দাঁড়ি পড়তে চলেছে। বিদেশের মাটিতে পরপর আটটি টেস্টে হার, শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পর প্রাক্তন ক্রিকেটারদের মুখে ধোনি সরাও রব উঠেছে। এখন ধোনিকে নিয়ে চরম সিদ্ধান্ত না নেওয়া হলেও অধিনায়ক ভাবনায় বদল আসছে।
অস্ট্রেলিয়া,ইংল্যান্ডের ক্রিকেট মডেল ফলো করে তিন ধরনের ক্রিকেটের জন্য তিনজন পৃথক অধিনায়ক করা হতে পারে। জোর গুঞ্জন চলছে। টেস্টে সেই দায়িত্ব পেতে পারেন গৌতম গম্ভীর অথবা বিরাট কোহলির মধ্যে একজন। টি টোয়েন্টিতে সুরেশ রায়না। আর ওয়ানডে`র নেতৃত্বে ধোনিই থেকেই যাচ্ছেন।
First Published: Monday, October 8, 2012, 15:52