শাহরুখের বিরুদ্ধে এখনই কঠোর হতে নারাজ বিসিসিআই

শাহরুখের বিরুদ্ধে এখনই কঠোর হতে নারাজ বিসিসিআই

শাহরুখের বিরুদ্ধে এখনই কঠোর হতে নারাজ বিসিসিআইএমসিএর কর্তাদের সঙ্গে বিতর্কে জড়ালেও এখনই শাহরুখ খানের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাতে চাইছে না বিসিসিআই। এই প্রসঙ্গে বোর্ডের টি-২০ টুর্নামেন্টের চেয়ারম্যান রাজীব শুক্লার বক্তব্য, এমসিএ কর্তাদের সঙ্গে শহরুখের দুর্ব্যবহারের বিষয়টি তদন্তসাপেক্ষ।
 
এক ধাপ এগিয়ে গিয়ে বোর্ডের চিফ অপারেটিং অফিসার রত্নাকর শেট্টির বক্তব্য করেছেন, এমসিএ কোন লিখিত অভিযোগ না করলে বোর্ড বিষয়টিতে হস্তক্ষেপ করবে না। একই ভাবে শাহরুখ খানের পাশে রইলেন বোর্ডের টি-২০ টুর্নামেন্টের এক ফ্র্যাঞ্চাইজির কর্ণধার বিজয় মালিয়াও।
 
অন্যদিকে শাহরুখ খান সেলিব্রিটি বলে অন্যায় করেও সবার প্রশ্রয় পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে ক্রীড়ামহল।
 





First Published: Thursday, May 17, 2012, 22:56


comments powered by Disqus