Last Updated: March 27, 2014 18:46

সুপ্রিম কোর্টের রায়ের পরই আইপিএলের সপ্তম সংস্করণ লঞ্চের সাংবাদিক সম্মেলন পিছিয়ে দিল বিসিসিআই। আজই দুবাইতে হওয়ার কথা ছিল সাংবাদিক সম্মেলন। এ দিন শীর্ষ আদালতের বিচারপতি এ কে পটনায়ক বলেন, আমরা এখনই কাউকে বাদ দিচ্ছি না, কিন্তু আগামী ১৬ এপ্রিল থেকে শুরা হওয়া আইপিএলে অংশ নিতে পারবে না চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এমনকী, এন শ্রীনিবাসনের নিজস্ব কোম্পানি ইন্ডিয়া সিমেন্টের সঙ্গে যুক্ত থাকা খেলোয়াড়রাও আইপিএলে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে শীর্ষ আদালত।
সেইসঙ্গেই সুনীল গাভাসকরকে অন্তর্বর্তী সবাপতি হিসেবে বোর্ডের দায়িত্ব নিতে অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট। মুদগল কমিটির রিপোর্টের ভিত্তিতে সুপ্রিমকোর্ট কোনও রকম শাস্তি মূলক পদক্ষেপ গ্রহণের আগে বিসিসিআই শীর্ষ আদালতকে নিজেদের প্রস্তাব দেয়। সূত্রে খবর, শিবল যাদব বিসিসিআই-এর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হতে পারেন।
First Published: Thursday, March 27, 2014, 18:46