সিরিজের নাম নিয়ে শর্মিলার সঙ্গে তরজা তুঙ্গে বোর্ডের

সিরিজের নামকরণ নিয়ে নিয়ে শর্মিলার সঙ্গে তরজা তুঙ্গে বোর্ডের

সিরিজের নামকরণ নিয়ে নিয়ে শর্মিলার সঙ্গে তরজা তুঙ্গে বোর্ডেরআসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজের নামকরণ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং পতৌদি পরিবারের মধ্যে তরজা তুঙ্গে। বোর্ডকে চিঠি দিয়ে আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজকে প্রয়াত ভারত অধিনায়ক মনসুর আলি পতৌদির নামে করার অনুরোধ করেছিলেন শর্মিলা ঠাকুর। কিন্তু ভারতীয় বোর্ড সেই আবেদন নাকচ করে দিয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ১৯৫১ সাল থেকে এই সিরিজ প্রথম বোর্ড সচিব অ্যান্টনি ডিমেলোর নামেই হয়ে আসছে। মাঝে ২০০৭ মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের পক্ষ থেকেও একই প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদেরও স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে অ্যান্টনি ডিমেলোর নামাঙ্কিত হওয়ায় অন্য কারও নামে এই টুর্নামেন্ট করা যাবে না।
 

First Published: Tuesday, November 6, 2012, 21:10


comments powered by Disqus