শ্রীসন্থকে সাসপেন্ড করল বোর্ড

শ্রীসন্থকে সাসপেন্ড করল বোর্ড

শ্রীসন্থকে সাসপেন্ড করল বোর্ডস্পট ফক্সিং কাণ্ডে গ্রেফতার হওয়ায় ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য শান্তাকুমারাম শ্রীসন্থকে সাসপেন্ড করল বিসিসিআই। একই সঙ্গে বলা হয়েছে, দোষী প্রমাণিত হলে রাজস্থান রয়্যালসের পেসার শ্রীসন্থকে আজীবনের জন্য নির্বাসিত করা হবে।

শ্রীসন্থের সঙ্গে সাসপেন্ড করা হল স্পট ফিক্সিং কাণ্ডে অভিযোগে গ্রেফতার হওয়া আরও দুই ক্রিকেটার অঙ্কিত চৌহান, অজিত চান্দিলাকে।

দেশের হয়ে শ্রীসন্থ শেষ ম্যাচ খেলেন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১১ সালে। বরাবরই বিতর্কে বিদ্ধ শ্রীসন্থকে নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে ভারতীয় বোর্ডকে। এবার কেরালার এই পেসার গোটা আইপিএলকেই মহাসঙ্কটে ফেলে দিলেন।

First Published: Thursday, May 16, 2013, 13:23


comments powered by Disqus