উত্তর-পূর্বাঞ্চলে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে উদ্যোগী বিসিসিআই

উত্তর-পূর্বাঞ্চলে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে উদ্যোগী বিসিসিআই

উত্তর-পূর্বাঞ্চলে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে উদ্যোগী বিসিসিআইভারতের উত্তর-পূর্বাঞ্চল সহ যেসব এলাকায় এখনও ক্রিকেটের প্রসার ঘটেনি, সেখানে ক্রিকেটকে জনপ্রিয় করার উদ্যোগ নিল বিসিসিআই। বৃহস্পতিবার এনিয়ে কলকাতায় বিসিসিআই এর টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট কমিটি এক বৈঠকে বসে।

সিএবিতে এই বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব সঞ্জয় জগদালে, কমিটির চেয়ারম্যান জগমোহন ডালমিয়া, সন্দীপ পাতিল,রত্নাকর শেঠিরা। বৈঠকে ঠিক হয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি, ছত্তিশগড়, দমন- দিউয়ে সন্দীপ পাতিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাবে। তাদের রিপোর্টে পাওয়ার বিসিসিআই পরিকাঠামো গড়ে তোলার ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নেবে।
        
দেড় মাস পর ফের বৈঠকে বসবেন টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা।  






First Published: Thursday, April 26, 2012, 23:38


comments powered by Disqus