চড় কাণ্ডে বোর্ডের ধমক শ্রীসন্থকে

চড় কাণ্ডে বোর্ডের `ধমক` শ্রীসন্থকে

চড় কাণ্ডে বোর্ডের `ধমক` শ্রীসন্থকেচড় কাণ্ডকে জীবন্ত করে নিজে খবরে এলেন বটে তবে হাত পুড়ল শ্রীসন্থের। রাজস্থান রয়্যালসের এই পেসারকে সতরক করল বিসিসিআই। শ্রীসন্থকে বলে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায় তিনি হরভজন সিং আর চড় কাণ্ড নিয়ে যা বলেছেন, তা তিনি যদি আবার করেন তবে তাঁকে শোকজ নোটিস (কারণ দর্শানোর নোটিস) দেওয়া হবে।

প্রসঙ্গত, আইপিএলের প্রথম সংস্করণে হরভজন সিংয়ের কাছে চড় খান কেরালার এই পেসার। দীর্ঘ পাঁচ বছর পর সেই বিতর্ককে খবরে ফিরিয়ে এনে বোর্ডকে অস্বস্তিতে ফেলেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য এই পেসার।

গত শুক্রবার হরভজন সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে শ্রীসন্থ বলেছিলেন, চড় কাণ্ডের পুরো ঘটনাটাই ছিল পূর্বপরিকল্পিত৷ বললেন, ও পিছনে থেকে ছুরি মারে। আর অন্য কেউ নয়, পিছন থেকে ছুরি মারার কাজটি করেছিলেন ভাজ্জি৷ সঙ্গে যোগ করেছেন, হরভজন তাঁকে চড় মারেননি৷ কিন্তু `পিঠে ছুরি মেরেছিলেন`৷

First Published: Sunday, April 14, 2013, 20:37


comments powered by Disqus