ধর্ষণের চেষ্টার প্রতিবাদে মারধর

ধর্ষণের চেষ্টার প্রতিবাদে মারধর

Tag:  rape protest beating
ধর্ষণের চেষ্টার প্রতিবাদে মারধরমূক ও বধির কিশোরীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ করায় কিশোরীর দাদা ও বৌদিকে মারধর করল অভিযুক্ত এবং তাঁর পরিবার। বুধবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানা এলাকায়। শেষ পর্যন্ত অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবক এবং তার পরিবারের ২ সদস্যকে গ্রেফতার করে পুলিস।

গত মঙ্গলবার বাঁকুড়া সদর থানা এলাকার এক গ্রামের মাঠে ছাগল চড়াতে গিয়েছিল মূক ও বধির এক কিশোরী। অভিযোগ, সেসময় ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে গ্রামেরই এক যুবক। কিশোরীর চিত্কার শুনে লোকজন জড়ো হয়ে যাওয়ায় বিকাশ পালিয়ে যায় বলে অভিযোগ।
 
পরে গ্রামে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় অভিযুক্তের পরিবারের সদস্যরা বুধবার রাতে নিগৃহীতা কিশোরীর বাড়িতে চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। রাতেই গোটা বিষয়টি জানিয়ে পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্ত এবং তার পরিবারের ২ সদস্যকে পুলিস গ্রেফতার করে।
 
বৃহস্পতিবারই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে অভিযুক্ত যুবকের মেডিক্যাল পরীক্ষা করা হয়। নিগৃহীতা তরুণীকে মেডিক্যাল পরীক্ষার পর ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

First Published: Friday, March 23, 2012, 09:26


comments powered by Disqus