Last Updated: November 23, 2012 18:45

বছরটা শুরু থেকে সেভাবে ভাল কাটেনি বেবোর। অনেক খাটাখাটনি করেও বক্সঅফিসে সেভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি `হিরোইন`। তবে বিয়ের পর থেকে এবার মনে হয় সময়টা ভালই কাটবে করিনার। এমাসেই মুক্তি পাচ্ছে `তালাশ`। জমিয়ে নেচেছেন `দাবাং টু`-র আইটেম নম্বরেও। সেই আইটেম নম্বর নিয়েই মুখ খুললেন করিনা।
`হালকাট জওয়ানি` দিয়ে সেভাবে ঝড় তুলতে না পারলেও `দাবাং টু` নিয়ে আবার আশায় বুক বেঁধেছেন করিনা। "গানটা সত্যিই খুব মজার। আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রথমবার আমি কোনও গানে পেলভিক থ্রাস্ট করলাম। ফারহা গানটা দারুন শুট করেছে। গানটা নিয়ে আমি সত্যিই আশাবাদী। গানটা এতোই মজার মনে হয় এটা সবার ভাল লাগবে"। ফেভারিট ডিজাইনার মণীশ মালহোত্রার কস্টিউমে আইটেম নেচেছেন করিনা।
`দাবাং টু` দিয়েই পরিচালনায় আসছে আরবাজ খান। মূখ্য চরিত্রে থাকছেন সলমন, সোনাক্ষিই। রয়েছেন প্রকাশ রাজও। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে `দাবাং টু`।
First Published: Friday, November 23, 2012, 18:45