পদত্যাগ করতে পারেন বেকহ্যাম, Beckham might resign from professional football

পদত্যাগ করতে পারেন বেকহ্যাম

পদত্যাগ করতে পারেন বেকহ্যামএই বছর পেশাদারি ফুটবল থেকে পদত্যাগ করতে পারেন ডেভিড বেকহ্যাম। এমনটাই ইংঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। চোট সারিয়ে এই মরসুমে তিনি কতটা ফিট খাকেন তার উপর পদত্যাগের সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানিয়েছেন বেকহ্যাম। অবশ্য এই বিষয় পরিবারের পরামর্শও মুল্যবান বলে তাঁর বক্তব্য। ফুটবল ছাড়ার পর অন্য কিছু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেকহ্যাম। এই সপ্তাহেই এলএ গ্যালেক্সির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বেকহ্যামের।
 

First Published: Friday, November 18, 2011, 23:46


comments powered by Disqus