Last Updated: March 4, 2014 19:06

এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বেহালার জদু কলোনিতে। মৃতের নাম ইন্দ্রজিত চ্যাটার্জি। বয়স ৩৪ বছর। গত ২ তারিখ থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক।
তাঁর পরিবার জানিয়েছে, কাজ না থাকায় কদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ইন্দ্রজিতবাবু। গত দু তারিখ বেড়াতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরোন। তারপর আর ইন্দ্রজিতের কোনও খোঁজ পাননি তাঁর পরিবার। এরপর আজ সকালে জদুকলোনির একটি পুকুরে ইন্দ্রজিত বাবুর দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ইন্দ্রজিত চ্যাটার্জির বাবা দেহটি সনাক্ত করেন।
First Published: Tuesday, March 4, 2014, 19:06