রাতের অন্ধকারে বেহালায় শিব মন্দিরে গয়না লুঠের চেষ্টা

রাতের অন্ধকারে বেহালায় শিব মন্দিরে গয়না লুঠের চেষ্টা

রাতের অন্ধকারে বেহালায় শিব মন্দিরে গয়না লুঠের চেষ্টাশিব মন্দিরের তালা ভেঙে বিগ্রহের গয়না লুঠের চেষ্টা করল দুষ্কৃতীরা। তবে স্থানীয় বাসিন্দাদের সক্রিয়তায় কিছু না নিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা। বুধবার রাত ৯ টা নাগাদ বেহালার জয়কৃষ্ণ পাল রোডে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দিরের তালা ভাঙা দেখে তাঁদের প্রথমে সন্দেহ হয়। এরপর কাছে গিয়ে তাঁরা লক্ষ্য করেন জনা চারেক যুবক মন্দিরের ক্যাশবাক্স ভাঙার চেষ্টা করছে ও বিগ্রহের গয়না খোলার চেষ্টা করছে। তাঁদের চিত্‍কারে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

এমনকী  তারা যে অটোয় এসেছিল, সেটিও ফেলে রেখে পালিয়ে যায়। অটোটি রাসবিহারী থেকে বেহালা রুটে নথিভুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ আলিপুর থানার পুলিস। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।   

First Published: Thursday, November 7, 2013, 10:35


comments powered by Disqus