Beleghata inci

বেলেঘাটায় সিপিআইএমের মিছিলে হামলা

JUST IN:

সিপিআইএমের মিছিলে হামলা। বেলেঘাটার রাসমনি বাজারে হামলা। চালানো হয়েছে ব্যপক ভাঙচুর। প্রতিবাদে পথ অবরোধ সিপিআইএমের। অবরোধেরও হামলা চালানো হয় বলে অভিযোগ। ৩ নম্বর বরোর চেয়ারম্যান রাজীব বিশ্বাসকে বিবস্ত্র করে মারধোর করা হয় বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

(এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী)

First Published: Thursday, April 17, 2014, 22:19


comments powered by Disqus