Last Updated: May 3, 2014 02:08
লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পাতিপুকুরের মিল্ক কলোনি এলাকা। দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তোলা নিয়ে পুলিসের সঙ্গে প্রথমে বচসা , তারপর খণ্ডযুদ্ধ বেধে যায় জনতার। পুলিসের দুটি গাড়ি ভাঙচুর করে জনতা। ভাঙচুর করা হয় পুলিসের কিয়স্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিস। ঘন্টাতিনেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার রাত সাড়ে আটটা। পাতিপুকুর মিল্ককলোনী মোড়। নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা শেখ আলি আসগরের। এরপরেই পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিসের সঙ্গে খন্ডযুদ্ধ বেধে যায় বাসিন্দাদের।
গোটা ঘটনায় পুলিসকেই কাঠগড়ায় তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। এলাকায় দীর্ঘদিন ধরে গাড়ি থামিয়ে তোলা তোলার কাজ চলত বলে অভিযোগ করা হয়েছে স্থানীয়দের তরফে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌছোয় বিশাল পুলিস বাহিনী। মোতায়েন করা হয় র্যাফ। পুলিসের দুটি গাড়িতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। সংঘর্ষে আহত হন এক পুলিস কর্মী। বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চালায় পুলিস। গ্রেফতার করা হয় তিন বিক্ষোভকারীকে।
বাসিন্দাদের অভিযোগ এরআগেও বেশকয়েকটি পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশকয়েকজনের। যান নিয়ন্ত্রণে পুলিসের গাফিলতিই একের পর এক দুর্ঘটনার কারন বলে জানিয়েছেন বাসিন্দারা। ঘন্টা তিনেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
First Published: Saturday, May 3, 2014, 02:08