Last Updated: December 11, 2012 15:55

দিঘার সমুদ্রে ধরা পড়ল একটি বিশালাকার তিমি। দিঘা মোহনা থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে একটি ট্রলারের জালে আটকে যায় তিমিটি। সেটিকে সোমবার রাতে টেনে নিয়ে আসা হয় মোহনায়।
৪০ ফুট লম্বা, ৬ ফুট উঁচু বিশালাকার তিমিটিকে দেখতে ভিড় জমে যায়। তিমিটির ওজন ১০০ টন। রাতেই সেটিকে পরীক্ষা করেন সমুদ্র বিজ্ঞানী ও দিঘা মেরিন অ্যাকোরিয়ামের আধিকারিকরা। এটিকে তিমি প্রজাতির কোনও প্রাণী বলেই মনে করছেন তাঁরা।
First Published: Tuesday, December 11, 2012, 15:55