Last Updated: January 19, 2014 13:06

বাংলা--১১৪। মহারাষ্ট্র--২৭০/৫ (লাঞ্চ অবধি)
মহারাষ্ট্র এগিয়ে ১৫৬ রানে, হাতে ৫ উইকেট।
ইন্দোরে ম্যাচের দিনেই রনজি ট্রফির ফাইনালে ওঠার সম্ভাবনা কার্যত জলাঞ্জলি হয়ে গেল বাংলার। গতকাল মাত্র ১১৪ রানে অলআউট হওয়ার পরই বোঝা গিয়েছিল বাংলার অভিযানে এবার হয়তো দাঁড়ি পড়তে চলেছে। সেই সম্ভাবনাটাও আরও জোরাল হল ম্যাচের দ্বিতীয় দিনের লাঞ্চের পরে।
ম্যাচের দ্বিতীয় দিনে মহারাষ্ট্র নেমেছিল ৪ উইকেটে ১৬৪ রান থেকে। দিনের শুরুতেই লক্ষ্মীরতন শুক্লার দুরন্ত ডেলিভারিতে আউট হয়ে যান মাতওয়ানি। তখন একটা আশা জেগেছিল। কিন্তু অঙ্কিত বাওয়ানে-সংগ্রাম অতীতকারের দুরন্ত ব্যাটিং বাংলার আশায় জল ঢেলে দেয়। লাঞ্চের খেলা অবধি মহারাষ্ট্র এখনই এগিয়ে ১৫৬ রানে। এখনও হাতে ৫ উইকেট।
মারাঠিরা ২২৫ রানের লিড নিলেও সেই রান ছাপিয়ে পাঁচ দিনের ম্যাচে বাংলা ফিরে আসবে, এমন আশা লক্ষ্মীদের অতি বড় সমর্থকও এখন করছেন না।
First Published: Sunday, January 19, 2014, 13:06