Last Updated: September 17, 2013 10:47

আজ বিশ্বকর্মা পুজো। মূল্যবৃদ্ধির জেরে স্থপতিদেবতার পুজোর আয়োজনে নাভিশ্বাস দশা মানুষের। সামান্য আয়োজনেই সারতে হচ্ছে এবারের পুজো।
অন্যদিকে, শিল্পে খরা কাটাতে দ্রুত রাজ্যে আসুক বিনিয়োগ লক্ষ্মী। কাজ পাক মানুষ। কলকারখানার দেবতার পুজো হোক সাড়ম্বরে। এমনটাই প্রার্থনা রাজ্যবাসীর।
First Published: Tuesday, September 17, 2013, 10:47