Last Updated: March 16, 2012 10:53

মুখ্যমন্ত্রীর দাবি মেনে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী এরাজ্যের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেন কিনা, সেই দিকে শ্যেন দৃষ্টিতে তাকিয়ে থাকবে মহাকরণ। রাজ্যের জন্য স্পেশাল প্যাকেজ পেতে দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে চাপের রাজনীতি চালিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি।
প্রধানমন্ত্রী মনমোহন সিং পশ্চিমবঙ্গের জন্য তাঁকে বাড়তি অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে আগেই দাবি রেখেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজকের বাজেটে সেই অর্থ বরাদ্দ করবেন বলে জানিয়েছেন। এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। এই পরিস্থিতিতে রাজ্যের রাজকোষ ভরাতে কেন্দ্রের কাছ থেকে তিনি কতটা আদায় করতে পারবেন, সেই পরীক্ষা আজ মুখ্যমন্ত্রীরও।
এর আগে কর মকুব সহ আর্থিক সহায়তা, বিভিন্ন বিষয়ে বারবার কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি। উত্তরপ্রদেশের ভোটে কংগ্রেস ধাক্কা খাওয়ার পর থেকে চাপ বাড়িয়ে যাচ্ছেন তিনি। এই বাজেট থেকে রাজ্যের বরাতে ভাল কিছু না জুটলে, দুই শরিকের সংঘাত চরমে পৌঁছবে। সেই টানাপোড়েনের প্রভাব জোট সমীকরণেও পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।
First Published: Friday, March 16, 2012, 13:56