Last Updated: January 18, 2014 23:15

মহারাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে প্রথম দিনের শুরুতেই চাপে বাংলা। প্রথম দিনের শেষে ৫০ রানে এগিয়ে মহারাষ্ট্র। এদিন ১১৪ রানেই শেষ হয়ে যায় বাংলার প্রথম ইনিংস। জবাবে চার উইকেট হারিয়ে মহারাষ্ট্র করেছে ১৬৪ রান।
টসে জিতে প্রথমে বাংলাকে ব্যাট করতে পাঠায় মহারাষ্ট্র। শুরুতেই এমএস ফাল্লারা পিচে আদ্রতাকে কাজে লাগিয়ে ফয়দা তুলে নেন। দু রানেই প্রথম উইকেট হারায় বাংলা। মহারাষ্ট্রেপ পক্ষে বাংলার ব্যাটিং লাইনআপে ধস নামান সমদ ফাল্লা। তিনি ৫৮ রানের বিনিময় সাত উইকেট নিয়েছেন।বাংলার পক্ষে সর্বোচ্চ সাইঁত্রিশ রান করেন অরিন্দম দাস। এদিন বাংলার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অশোক দিন্দা এবং লক্ষ্মীরতন শুক্লা। প্রথম দিনই ইন্দোরের ২২ গজে পড়ল ১৪ উইকেট। পিচের আদ্রতা দ্বিতীয় দিন কতটা কাজে লাগাতে পারেন বাংলার পেসার, সেদিকে তাকিয়ে বাংলার ক্রিকেট মহল।
First Published: Saturday, January 18, 2014, 23:15