Last Updated: February 23, 2012 23:05

শুক্রবার ইডেনে বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ঝাড়খন্ডের বিরুদ্ধে জিততেই হবে বাংলাকে। অসম ইতিমধ্যেই দুটি ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে চলে গিয়েছে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে এই ম্যাচে জয় খুবই প্রয়োজন ঋদ্ধিদের কাছে।
বৃহস্পতিবার অনুশীলনে সৌরভ গাঙ্গুলি না থাকায় প্রথম একাদশ চূড়ান্ত হয়নি। ম্যাচ শুরুর আগে চূড়ান্ত হবে। এদিন ইরেজ সাক্সেনার জ্বর থাকায় তিনিও অনুশীলন করেননি। যদিও বাংলার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ঝাড়খণ্ড ম্যাচ খেলতে তাঁর কোন অসুবিধা নেই। বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা জানান, ইডেনের পিচে টসে জিতলে দলের প্রথম ব্যাট করা উচিত।
অপরদিকে, সৌরভ তেওয়ারি, ইশাঙ্ক জাকি সমৃদ্ধ ঝাড়খণ্ডকে সমীহ করলেও দল ছন্দে থাকায় স্বস্তিতে বাংলা কোচ ডব্লু ভি রমন।
First Published: Thursday, February 23, 2012, 23:05