বিদেশে সমাদৃত বেঙ্গল লিডস

বিদেশে সমাদৃত বেঙ্গল লিডস

বিদেশে সমাদৃত বেঙ্গল লিডসজাপানের এক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হল বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের ছবি। উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী সোমবার নিজের ফেসবুকে প্রোফাইলে একথা জানান। ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "ছবিটি আজকের এগিয়ে চলা বাংলার, ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, উন্নয়নের পরিবেশের কথা বলেছে।" এমনকী, ছবিটির ভিডিও ক্লিপও অবিলম্বে আপলোড করবেন বলে জানিয়েছেন তিনি।

জাপান সরকার আয়োজিত ফেস্টিভ্যাল এশিয়া টিভি অ্যান্ড ফিল্ম অন জার্নি-তে দ্বিতীয় স্থান দখল করেছে শাহরুখ খান খান অভিনীত প্রোমোশনাল ফিল্মটি। দুমিনিটের এই অ্যাড ক্যাম্পেনটির নাম `বেঙ্গল লিডস`। ছবিটির এক জায়গায় শাহরুখ খান বলছেন "বাংলায় বিশেষ কিছু একটা আছে।"

ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী।







First Published: Wednesday, October 10, 2012, 15:34


comments powered by Disqus