৯৬ রানে অলআউট, হার দিয়ে সুপার লিগের শুরু বাংলার

৯৬ রানে অলআউট, হার দিয়ে সুপার লিগের শুরু বাংলার

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সুপার লিগের প্রথম ম্যাচেই হার বাংলার। বরোদার বিরুদ্ধে সাত উইকেটে হারল সঞ্জীব সান্যালের বাংলা। নতুন অধিনায়ক সঞ্জীব সান্যালের অধিনায়কত্বে মঙ্গলবার বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে লড়াইয়ে নেমেছিল বাংলার।

টসে জিতে এদিন বাংলাকে ব্যাট করতে পাঠায় বরোদা। বরোদার দুই বোলার কারাম্বেলকর ও মেরিওয়ালার বোলিং আক্রমণের সামনে আটকে যায় বাংলার ব্যাটিংলাইন আপ। কুড়ি ওভারে মাত্র ৯৬ রানে বাংলা অলআউট । সর্বোচ্চ ১৩ রান করেন অধিনায়ক সঞ্জীব সান্যাল।

বাংলার কোনও ব্যাটসম্যানই কুড়ি রান টপকাতে পারেননি বরোদার বোলিং দাপটের সামনে। জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভারেই তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বরোদা। বাংলার হয়ে দুটি উইকেট পান আমির গনি ও একটি উইকেট সৌরাশিস লাহিড়ির। বাংলার পরের ম্যাচ রাজস্থানের সঙ্গে।

First Published: Tuesday, April 8, 2014, 22:13


comments powered by Disqus