Last Updated: February 25, 2013 20:10

বাংলা (৩) পাঞ্জাব (৪)
পাঞ্জাবের কাছে নাটকীয় লড়াইয়ে হেরে সন্তোষ ট্রফির সেমিফাইনালে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ল বাংলার। কোয়ার্টার ফাইনাল গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবের কাছে ৩-৪ গোলে হেরে যান দীপেন্দুরা। বাংলার বিরুদ্ধে প্রথমার্ধে দুরন্ত ফুটবল উপহার দেয় পাঞ্জাব। ৩-০ গোলে এগিয়ে যায় তারা।এরপর অধিনায়ক দীপেন্দু বিশ্বাসকে মাঠে নামান কোচ মনোরঞ্জন ভট্টাচার্য।
অভিজ্ঞ দীপেন্দু নামার পরই ম্যাচে দুরন্ত কামব্যাক করে বাংলা। নবীন হেলার জোড়া গোল আর জগন্নাথ সানার গোলে ম্যাচের ফল ৩-৩ করে ফেলে তারা। কিন্তু শেষরক্ষা হয়নি। আরও একটি গোল করে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। এই হারের ফলে সেমিফাইনালে যেতে গেলে কর্ণাটক আর পাঞ্জাবের উপর নির্ভর করতে হবে বাংলাকে।
প্রসঙ্গত, প্রতিযোগিতায় শেষ আটের প্রথম ম্যাচে কর্ণাটককে ১-০ গোলে হারিয়েছিল বাংলা।
First Published: Monday, February 25, 2013, 20:10