Last Updated: January 11, 2014 20:03
বাংলা-৩১৭, ২৬৭
রেলওয়েজ- ৩১৪,১১৭/৩
ম্যাচ জিততে রেলের চাই এখনও ১৫৪রান, বাংলার চাই ৭ উইকেট
জমে উঠেছে বাংলা-রেলওয়েজ রঞ্জি কোয়ার্টার ফাইনাল। কাল, রবিবার ম্যাচের শেষদিনে রেলওয়েজকে ম্যাচ জিততে হলে করতে হবে ১৫৪ রান। বাংলার চাই ৭ উইকেট। বাংলার প্রধান চিন্তা `ঘরের শত্রু` অরিন্দম ঘোষ। বাংলা এখন তাকিয়ে অশোক দিন্দার দিকে। এই ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালে ইন্দোরে খেলবে মহারাষ্ট্রের বিরুদ্ধে।
জয়ের জন্য রেলওয়েজের সামনে ২৭১ রানের টার্গেট রেখেছিল বাংলা। দিনের শেষে রেলওয়েজের স্কোর ৩ উইকেটে ১১৭।
খারাপ আলোর কারণে খেলা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। ম্যাচের চতুর্থ দিন দুপুর বেলা ২৬৭ রানে শেষ হয় বাংলার দ্বিতীয় ইনিংস। বাংলার হয়ে ৮১ রান করেন ঋদ্ধিমান সাহা। অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা করেন ৭৬ রান। রেলওয়েজের হয়ে পাঁচটি উইকেট নেন অনুরীত সিং। আগামী কাল ম্যাচের শেষ দিন।
অঘটন মহারাষ্ট্রে- এদিকে, মুম্বইকে হারিয়ে সেমিফাইনালে উঠল মহারাষ্ট্র। জম্মু কাশ্মীরকে হারিয়ে শেষ চারে উঠল পঞ্জাব। উত্তরপ্রদেশকে হারিয়ে টানা ৬টা ম্যাচ জিতে সেমিতে উঠল কর্নাটক।
First Published: Saturday, January 11, 2014, 20:03