প্রত্যাখ্যান রুখতে ট্যাক্সি চালকদের লাইসেন্স বাতিলেন সিদ্ধান্ত ট্যাক্সি অ্যাসোসিয়েশনের

প্রত্যাখ্যান রুখতে ট্যাক্সি চালকদের লাইসেন্স বাতিলেন সিদ্ধান্ত ট্যাক্সি অ্যাসোসিয়েশনের

প্রত্যাখ্যান রুখতে ট্যাক্সি চালকদের লাইসেন্স বাতিলেন সিদ্ধান্ত ট্যাক্সি অ্যাসোসিয়েশনের রিফিউজালের দৌরাত্ম ঠেকাতে ট্যাক্সি চালকদের লাইসেন্স বাতিলের মত কড়া সিদ্ধান্ত নিল BENGAL TAXI ASSOCIATION।

সংগঠনের নেতা বিমল গুহ জানিয়েছেন, তাদের দফতরে ফ্যাক্স করে প্রত্যাখ্যাত যাত্রীরা লিখিত অভিযোগ জানাতে পারবেন। ফ্যাক্স নম্বর 24190570. অভিযোগপত্রে লিখতে হবে ট্যাক্সির নম্বর, প্রত্যাখ্যানের স্থান ও সময়। এবং সংশ্লিষ্ট যাত্রীর নাম ও ফোন নম্বর।

অভিযুক্ত চালককে খুঁজে বের করে ডাকা হবে যাত্রীকে। ২ জনকে জিজ্ঞাসাবাদের পর অভিযোগ প্রমানিত হলে চালকের নাম ও লাইসেন্স নম্বর বাতিলের সুপারিশ সহ পাঠিয়ে দেওয়া হবে মোটর ভেহিকেলস দফতরে।

First Published: Friday, February 7, 2014, 22:59


comments powered by Disqus