Last Updated: April 28, 2012 23:00

প্রায় ৫০ জন ফুটবলারের মধ্যে থেকে সন্তোষ ট্রফির জন্য প্রাথমিক ৩৫ জনের দল বেছে নিলেন কোচ সাব্বির আলি। ১০ জন স্ট্রাইকার, ১০ জন মিডফিল্ডার, ১০ জন ডিফেন্ডার ও ৫ জন গোলরক্ষককে নিয়ে প্রাথমিক দল গড়া হয়েছে। দলে রয়েছেন ৯ জন মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলার।
তবে শেখ আজিম,অর্নব দাশ শর্মাসহ ৯ জন মহমেডানের ফুটবলাররা কেউই এখনও পর্যন্ত অনুশীলনে যোগ দেননি। কয়েকজন সাব্বিরের সঙ্গে কথা বলে গেলেও বাকি মহমেডান ফুটবলাররা না আসায় ক্ষুব্ধ বাংলার কোচ। আগামি সপ্তাহেই ৩৫ জন দলের মধ্যে চূড়ান্ত দল বেছে নেবেন কোচ সাব্বির।
First Published: Saturday, April 28, 2012, 23:00