Last Updated: May 22, 2014 20:40

ঘর জুড়ে মেয়ের হাজারো যুদ্ধজয়ের ছবি। দেওয়ালে সারি দিয়ে সাজানো পাহাড় চুড়োয় ওঠার সোনালি স্মারক। সবই একই রকম আছে। শুধু মেয়েই হারিয়ে গেছে। শূন্য ঘরে উত্কন্ঠার প্রহর গুনছেন ছন্দা গায়েনের মা ও তার পরিবার। ঘরজুড়ে শুধুই মেয়ের সাফল্যের স্মৃতি।
কাঞ্চজঙ্ঘার চুড়ায় পা রেখেই মাকে ফোন করেছিল ছন্দা। জানিয়েছিল তার পরের গন্তব্যের কথা।
বিরুপ আবহাওয়ার কোনও আভাসই ছিলনা শিখরকন্যার কাছে। কাঞ্চনজঙ্ঘা থেকে ইয়ালুংকাংয়ে রওনা দিয়ে সেকথাই মাকে জানিয়েছিলেন ছন্দা গায়েন।
বৃহস্পতিবার হাওড়ার কোনার বাড়িতে ছিল একের পর এক রাজনৈতির দলের আনাগোনা। দুপুরে ছন্দা গায়েনের বাড়িতে যান বিজেপির রাজ্য সবাপতি রাহুল সিনহা। সন্ধ্যেয় ছন্দা গায়েনের বাড়ি যান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। ছন্দার উদ্ধারকাজে কেন্দ্রের কাছে দরবারের প্রতিশ্রুতি দেন দুই নেতাই।
কবে শেষ হবে প্রতীক্ষা? কবে ফিরে আসবে ঘরের মেয়ে ? উত্কন্ঠার প্রহর গুনছে গায়েন পরিবার।
First Published: Thursday, May 22, 2014, 20:40