Last Updated: March 26, 2013 19:47

সৈয়দ মুস্তাক আলি ট্রফির মূলপর্বে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলা। গ্রুপ লিগে রুদ্ধশ্বাসপূর্ণ এই ম্যাচে বরোদাকে চার রানে হারিয়ে দেন লক্ষ্মীরতন শুক্লারা। এদিন প্রথম ব্যাট করে বাংলা চার উইকেটে ১৪৯ রান তোলে। জবাবে বরোদা কুড়ি ওভারে নয় উইকেটে ১৪৫ রান তোলে। এদিন বাংলার ওপেনিং জুটি ভালই শুরু করেন। শ্রীবত্স গোস্বামী আটচল্লিশ ও শুভময় আঠাশ রান করেন।
তবে এদিন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লার ইনিংসটি ছিল চোখে পড়ার মত। মাত্র ২২ বলে লক্ষ্মীর ৫০ রানের ইনিংস বাংলাকে দেড়শো রানের দোরগোড়ায় পৌঁছে দেয়। জবাবে পাল্টা জবাব দিতে থাকে বরোদা। কিন্তু বাংলার বোলারদের হার না মানা লড়াইয়ের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয় বরোদা। বাংলার পক্ষে সায়ন শেখর মন্ডল তিনটি, সামি আমেদ ও সঞ্জীব সান্যাল দুটি করে উইকেট পেয়েছেন। প্রতিযোগিতায় মূলপর্বের দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলা মুখোমুখি হবে উত্তরপ্রদেশের।
First Published: Tuesday, March 26, 2013, 19:49