Last Updated: November 27, 2011 19:34

নিজের মুক্তিপ্রতিক্ষিত ছবি ‘ডার্টি পিকচারের’ প্রোমোশনাল ভেঞ্চারে কলকাতা এসেছিলেন বিদ্যা বালান। আর সেই সুত্রে মিঠুনের সঙ্গে কো-অ্যাঙ্কর হয়ে মাতিয়ে দিয়ে গেলেন জনপ্রিয় বাংলা শো ‘দাদাগিরি’র ফ্লোর। প্রথম ছবি ‘ভাল থেকো’ হয়েছিল বাংলা ভাষাতেই। কিন্তু এখন বিদ্যার বাংলা উচ্চারণ আরো অনেক পরিণত। বললেন ‘কলকাতাকে আমার দ্বিতীয় শহর বলে মনে হয়। আমার মা-ও বলেন যে ‘তুই আসলে বাঙ্গালী’। ভালবাসি বাংলা গান, বিশেষত রাহুলদেব বর্মণের গান। আবোল তাবোল তো প্রায় মুখস্থ আমার!’ আবার বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন বিদ্যা। ছবির কাজ শুরু হবে পরের বছর। বিদ্যা আশাবাদী যে এবারে দর্শকেরা তাঁর নিজের গলাতেই বাংলা শুনতে পাবেন, ‘ভাল থেকো’র মত ডাব করতে হবে না। কোনো বিশেষ স্বপ্ন আছে কি? বিদ্যা হাসতে হাসতে উত্তর দিলেন, ‘পরের জন্মে বাঙ্গালী হয়ে জন্মাতে চাই’।
First Published: Sunday, November 27, 2011, 19:34